Menu
team

কানন দেবী

তাকে বলা হয় ভারতীয় চলচ্চিত্রের প্রথম নায়িকা। শুধু তাই নয়, বাংলা চলচ্চিত্রে তাকেই প্রথম তারকা হিসেবে বিবেচনা করা হয়। সৌন্দর্য আর গুণ দুটোর এক অবিস্মরণীয় মিশেলে তার অস্তিত্ব। তাই তাকে সূচিত্রা সেনের আগের সূচিত্রা সেন বলেও কেউ কেউ অভিহিত করেন। তিনি কানন দেবী। কানন বালা নামেও অবশ্য পরিচিত ছিলেন। আজ ১৭ জুলাই কালজয়ী এই নায়িকার চলে যাওয়ার দিন। ১৯৯২ সালের এই দিনে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তিনি।

কানন দেবী-এর বইগুলি