বিবরণ
ছায়ামন
ওই ভেলাটা চাই না আমার
ওই ভেলাটা শ্যাওলা সাঁঝে বিষের লোভে এখনও খুব নীল হতে চায়।
এখন আমার নীল চাদরে ঘুম আসে না একটুও তাই ঘাটের জলে আয়না রাখি,
পিছল ধাপে এখন আমার চিবুকে চাঁদ ডুকরে কাঁদে,
হঠাৎ এখন শাওলি আঙুল ঘরছাড়া আর বুক পেট যোনি জরায়ু মায়
হৃদয় থেকেও রঙিন মাছের মতো হারিয়ে যায় আলো!
এখন আমি অন্ধ গাঙুর, এখন আমি স্বর্গীয় ওই রম্য প্রাণের মগ্ন সিল্যুয়েট।