বিবরণ
বাংলাদেশের বাউল, ফকির, মারফতি মতের সাধক ও লোকশিল্পীদের মাঝে লেখক ঘুরে বেড়াচ্ছেন প্রায় দু দশক জুড়ে। লোকসম্ভারের প্রধান জায়গা হাওরে বড় হয়েছেন তিনি । ভাটির দেশকে দেখেছেন দু চোখ ভরে। সঙ্গ পেয়েছেন ভাটির উল্লেখ্য সব মরমিয়াদের। দেখেছেন তাঁদের সুখ, দুঃখ, সাধক জীবন। যে জীবনের পরতে পরতে রয়েছে সাধনতত্ত্বের গান। সেই আদিগন্ত ভাটির সুর বয়ে গেছে গোটা এই বইখানি জুড়ে। আদতে এই বই মরমিয়াদের এক গূঢ় রোমন্থন।