বিবরণ
ভূতকে যাঁরা কুসংস্কার বা অবাস্তব বিষয় হিসেবে উড়িয়ে দেন, এই বইতে তাঁদের জন্য বিশেষ খোরাক আশা না করাই ভালো। ভূত আছে কি নেই, সেই তর্ক এখানে উত্থাপিত হয়নি। ভূতের গল্পের চরিত্ররা এই প্রসঙ্গে কেমন মত পোষণ করে, বা লেখকরা কী ভাবেন, তার খানিক খোঁজখবর করা হয়েছে। ভূতের অস্তিত্ব বা অনস্তিত্ব এই বইয়ের প্রতিপাদ্য বিষয় নয়। ভূতেদের উপর নির্ভর করে রচিত সাহিত্যের ধাঁচ কেমন হয়, বা আগে কেমন হত, কিংবা ভবিষ্যতে কেমন হতে পারে; এবং ভূতের গল্প পড়ে পাঠকের কীভাবে, কত দূর আনন্দ পাওয়া সম্ভব, সেই সম্পর্কে অনুসন্ধানের চেষ্টা করা হয়েছে। তাই ভূত-বেরসিকদের আগে থাকতে সাবধান করা থাকল। যদি তেমন কেউ এই বই পড়ে ফেলে ভূত-রসিক হয়ে ওঠেন, তার দায় লেখকের রইল না।