বিবরণ
সুফিদর্শন ও ভারতীয় বেদান্ত দর্শন নিয়ে পাশাপাশি আলোচনা, সুফিতত্ত্ব ও সুফিত্ত্বের বঙ্গীয় অবয়ব নির্মাণ এবং বঙ্গে অর্থাৎ দুই বাংলায় সুফি সাধকদের জীবন ও আগমনের শুরু থেকেই জনহিতকর, মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ-মানস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকার চিত্রায়ণ ‘বঙ্গে সুফিমত’ এই বই-এ। বঙ্গের এই সকল সাধকদের জীবনচর্যা ও দৃষ্টিভঙ্গিকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই করা হয়েছে চিত্রায়িত। তাঁদের সংযমী জীবন, দুস্থ ও ভবঘুরে মানুষদের জন্য খাবার ও আশ্রয় এবং মুমূর্ষুদের চিকিৎসা ও সেবা— তদুপরি, তাঁদের খানকাহ্- গুলোকে গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্রে (ইসলামি ও সাধারণ শিক্ষার) পরিণত করার মধ্য দিয়ে ইসলামি শিক্ষার প্রসার ও তার মরমিভাবের আলোকে সামাজে জাত-বর্ণ-ধর্মের বিভাজনকে দূরে সরিয়ে রেখে যেভাবে মানুষের মর্যাদাকে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা চালিয়েছেন তাঁরা, আলোচিত হয়েছে সেসবও। কেননা, এগুলি আজও সমান গুরুত্বে আলোকিত করবে আমাদের, সুন্দর সমাজ গঠনে।