বিবরণ
‘লক্ষ্মীর ঝাঁপি’ ছোটোগল্প গ্রন্থটির প্রতিটি গল্পে লেখিকার নিজস্ব অভিজ্ঞতার নিরিখে রোজকার যাপনের চালচিত্র ফুটে উঠেছে। ঘটনার ঘনঘটা, বর্ণনার ছটা নয়, মমতার মোড়কে ভালোবাসায় মোড়া নিতান্তই সাধারণ মানুষের অতি সাধারণ সুখ-দুঃখের কথা। চরিত্রগুলো আমাদের অত্যন্ত চেনা-যেন রোজকার দেখা পরিচিত আপনজন। ভিন্ন স্বাদের প্রতিটি গল্পে জীবনের সূক্ষ্মাতিসূক্ষ্ম অনুভূতি ব্যক্ত হয়েছে লেখিকার কলমের ছোঁয়ায়—কখনও তা মরমি, কখনও আবেগের উষ্ণতায় মধুর, কখনও স্নিগ্ধ অনাবিল আনন্দে বিভোর, কখনও গভীর দ্যোতনাময়। জীবন থেকে উঠে আসা সহজ-সরল চরিত্রায়ণে, বর্ণনার সাবলীলতায় প্রতিটি গল্পই সুখপাঠ্য।