বিবরণ
যুদ্ধ নামক সামাজিক প্রতিষ্ঠানটি ধ্বংস ও মৃত্যুর পাশাপাশি মানবসভ্যতার জন্য বয়ে নিয়ে এসেছে অগ্রগতি ও প্রকৃত উন্নয়নের বার্তা। যুদ্ধ যে এই মানবসভ্যতার এক অবিচ্ছেদ্য অংশ, এ কথা অস্বীকার করার কোনও উপায় নেই।
আবার এই কথাটি এ প্রসঙ্গে অনস্বীকার্য যে, এই সময় থেকেই যুদ্ধ ও সাম্রাজ্যবিস্তারের এক অঙ্গাঙ্গী অংশ হিসেবে আত্মপ্রকাশ করে যুদ্ধকৌশল। অর্থাৎ, যুদ্ধের ইতিহাসের শুরু থেকেই যে-কোনও যুদ্ধে অস্ত্রশস্ত্রের ঝনঝনানির সঙ্গেই একই রকম গুরুত্ব পেয়েছে যুদ্ধকৌশল।
ইতিহাসের অন্দরে টহল দিতে দিতে এই গ্রন্থের বিভিন্ন অনুচ্ছেদে খ্রিস্টপূর্ব ১২৭৪ অব্দ থেকে ১০০০ খ্রিস্টাব্দ পর্যন্ত এমনই কিছু যুদ্ধ তুলে আনার চেষ্টা করা হয়েছে, যেখানে ব্যক্তি-মানুষের বীরত্ব ও সাহসের চেয়েও প্রাধান্য পেয়েছে উন্নত সমরকৌশল। আর তার পাশাপাশি মাথা তুলেছেন কিছু সাহসী মানুষ, যাঁরা তাঁদের সময়কে উত্তীর্ণ করে সামগ্রিক এক বৌদ্ধিক উত্তরণের সামনে দাঁড় করিয়ে সরে গেছেন নতুন থেকে নতুনতর সমরাঙ্গনের খোঁজে