বিবরণ
বিস্মৃত-প্রায় বাঙালির শৌর্য-বীরত্বের ইতিহাস এই বইয়ের প্রতিটি অধ্যায় জুড়ে। অতীতের দিকে তাকিয়ে আজকের ‘হীনবল’ বাঙালি এই অপবাদ গায়ে মাখতে বড্ড লজ্জা হয়। বাঙালি তো এই অপবাদের দাবিদার নয়। বাহুবলে বাঙালির অতীত ঐতিহ্য জানলে অবাক হতে হয় বইকি। এই বইয়ে শিকার, কুস্তি, পালোয়ান, লাঠিয়ালের মতো আটটি বিষয়ে বাঙালির পারদর্শিতা উল্লেখ করা হয়েছে।