বিবরণ
পাঁচশো বছর পরেও এত ধোঁয়াশা কেন এবং বিপদ কেন? এটাই তো সবচেয়ে বড়ো রহস্য। পাঁচশো বছর অতিক্রান্ত তাই এখন আর কোনো ভয় কিংবা বিপত্তিকে মাথায় না রেখে আগামী প্রজন্মকে মহাপ্রভুর অন্তর্ধান বিষয়ে সঠিক পথে অগ্রসর হওয়ার আমন্ত্রণ জানানোর প্রয়াস এই গ্রন্থ। সেইহেতু চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধানের কারণগুলিকেই যুক্তিনিষ্ঠভাবে প্রবন্ধ আকারে বিশ্লেষণ করা হয়েছে এখানে।