বিবরণ
১৯৪৭সালের দেশভাগ এমন এক মহাবিপর্যয় যার খেসারত আজও বাঙালিকে দিতে হচ্ছে। ধর্মের ভিত্তিতে জাতি গঠন করে সাম্প্রদায়িক সমস্যার সমাধান পাওয়া যায়নি, উল্টে নতুন ধরণের সমস্যার উদ্ভব ঘটতে দেখা গেছে। তাই মনে আজও প্রশ্ন জাগে দেশভাগ কি সে যুগের নেতৃত্বের অপরিনামদর্শীতার ফল।
বর্তমান সংকলনে অন্তর্ভুক্ত করা হয়েছে সমসাময়িক পত্র-পত্রিকা ও নানা স্মৃতিকথার সেইসব অংশ যা আমাদের ১৯৪৬-৪৭ সালের 'হিন্দু' বাঙালির মানসিকতা বুঝতে সাহায্য করবে। সত্তর বছর পার হয়ে যাওয়ার ফলে কিছু লেখা পড়ে পাঠকের অস্বস্তি হয়ত বাড়তে পারে। বেশকিছু লেখা সাম্প্রদায়িক প্রোরোচনাক্লিন্ন-এমনটা মনে হতে পারে। কিন্তু সেই কালপর্বে হিন্দু বাঙালিরা কোন পথ বেছে নিতে বাধ্য হয়েছিল সেটা যথার্থরূপে বুঝতে গেলে অস্বস্তির মধ্যে পড়া ছাড়া উপায় নেই। দেশভাগ আত্মঘাতি পদক্ষেপ ছিল নিশ্চয়ই, কিন্তু অন্য কোনও সিদ্ধান্ত হিন্দু বাঙালির পক্ষে মঙ্গলজনক হত কিনা তার উত্তর এই সংকলনে খোঁজা হয়েছে।