বিবরণ
মাপা অভিনয় বা চাপা অভিব্যক্তি কোনোটাই তাঁর অভিনয়ের প্রণালী নয়। বরং লাউড অথচ সংযত, শরীরসর্বস্ব যে ভাপ তুলসী চক্রবর্তী পর্দায় এলেই ফুটে বেরোত তার বিশ্লেষণ বা ব্যাখ্যা দেওয়া হয়তো সম্ভব নয়। বরং এই পর্বতসম অভিনয় প্রতিভার জীবনী ব্যাখ্যাই তাঁর প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য। তুলসী চক্রবর্তীর জীবনাশ্রিত কল্পনাট্য একজন পরশপাথর।