বিবরণ
ভারতের আর্য সভ্যতা অতি প্রাচীন মিশরের সভ্যতার মতই প্রাচীন। চীনদেশের সভ্যতাও প্রাচীন, কিন্তু তার তথ্য এখনও নির্ণীত হয়নি। গ্রীসদেশের সভ্যতা এবং ইতালীর রোম সভ্যতা প্রাচীন হলেও অপেক্ষাকৃত অনেক আধুনিক। এই সকল প্রাচীন সভ্যতার সাধারণ ধারণা লেখক শতাব্দী প্রাচীন এই গ্রন্থে উল্লেখ করেছেন। শতাব্দী প্রাচীন এই গ্রন্থটি পুনরায় প্রকাশিত হল।