বিবরণ
রামায়ণ মহাভারতে প্রচুর উপাখ্যান। এই উপাখ্যানগুলি মূল কাহিনির অংশ না হলেও ঘটনা আবর্ত বুঝতে আমাদের সাহায্য করে। অনেক উপাখ্যান সামান্য ভিন্নভাবে দুটি মহাকাব্যেই আছে, এমন উদাহরণও অপ্রতুল নয়। আবার কিছু উপাখ্যান সামান্য পরিবর্তিত হয়ে হরিবংশসহ বিভিন্ন পুরাণে সংকলিত হয়েছে।
এই গ্রন্থে আমরা রামায়ণ এবং মহাভারতে যে-সব উপাখ্যান আছে, শুধুমাত্র সেগুলিই সংকলিত করেছে। তৎকালীন অর্যায়িত ভারতকে বুঝতে এই উপাখ্যানগুলি পাঠককে প্রভূত সাহায্য করবে বলে আমাদের বিশ্বাস।